ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি

ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ২৪ বাংলাদেশি।
বেনাপোল স্থলবন্দর। স্টার ফাইল ছবি

ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ২৪ বাংলাদেশি।

আজ মঙ্গলবার ওই ২৪ জনকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের বাড়ি কক্সবাজার, গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর, খুলনা, রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ট্রাভেল পারমিটে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।'

ওসি জানান, ফেরত আসাদের মধ্যে সুমি (২৬) ও হামিদা বেগম (২০) বাদে সবার বয়স ১৮ বছরের নীচে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, 'ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

Comments