১৫ দিন ধরে সুড়ঙ্গে আটকা ৪১ শ্রমিক, উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী

শুক্রবার মার্কিন ড্রিল মেশিনটি অকেজো হয়ে পড়ে । যার ফলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ কার্যত মুখ থুবড়ে পড়ে।
ভারতের উত্তরাখন্ডের উত্তরকাশীর এই নির্মাণাধীন সুড়ঙ্গে আটকা পড়েছেন ৪১ শ্রমিক। ছবি: রয়টার্স
ভারতের উত্তরাখন্ডের উত্তরকাশীর এই নির্মাণাধীন সুড়ঙ্গে আটকা পড়েছেন ৪১ শ্রমিক। ছবি: রয়টার্স

ভারতের উত্তরাখন্ডের উত্তরকাশীর নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে ভারতের সেনাবাহিনী। উদ্ধারের কাজে ব্যবহার করা যুক্তরাষ্ট্রের তৈরি অগার ড্রিলিং মেশিনটি বিকল হয়ে পড়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রোববার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

টানা ১৫ দিন ধরে সুড়ঙ্গে আটকে আছেন এই ৪১ জন শ্রমিক।

শুক্রবার মার্কিন ড্রিল মেশিনটি অকেজো হয়ে পড়ে । যার ফলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ কার্যত মুখ থুবড়ে পড়ে।

সে সময় জানানো হয়, রোববার সুড়ঙ্গের ভেতর থেকে ড্রিল মেশিন বের করে আনা হবে। এরপর শুরু হবে শ্রমিক দিয়ে ড্রিলিং। তবে আজ রোববার সেনাবাহিনীর সদস্যরা এ কাজে যোগ দিয়েছেন।

এর আগে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল বৃহস্পতিবার গভীর রাত কিংবা শুক্রবারের মধ্যে শ্রমিকদের উদ্ধার করা হবে।

সেনা সদস্যরা পর্যায়ক্রমে 'ম্যানুয়াল ড্রিলিং' করে শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালাবেন।

আজ ভারতীয় সেনাবাহিনীর প্রকৌশলীদের একটি দল (ইঞ্জিনিয়ার কর্পস) ঘটনাস্থলে এসে পৌঁছেছে। মাদ্রাজ স্যাপারস নামে পরিচিত সেনাবাহিনীর এই দলটি উদ্ধার কাজে সহায়তা দেবে।

দুর্ঘটনাস্থলে আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স প্রতিশ্রুতি দেন, আটকে থাকা কর্মীরা বড় দিন নাগাদ বের হয়ে আসতে পারবেন। উল্লেখ্য, সারা বিশ্বে প্রতি বছর ২৫ ডিসেম্বর বড় দিন পালন করা হয়।

২৫ টন ওজনের অগার ড্রিল মেশিন বের করে আনার পর সেনাবাহিনীর সদস্যরা হাতে বহন করার উপযোগী ড্রিল মেশিন নিয়ে কাজ শুরু করবেন।

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, হায়দ্রাবাদ থেকে এয়ারলিফটিং এর মাধ্যমে একটি প্লাজমা কাটার নিয়ে আসা হচ্ছে। এটি পাথরের সঙ্গে আটকে থাকা অগার ড্রিলের রোটারি ব্লেডগুলোকে সরাতে পারবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, শনিবার তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। তারা প্রত্যেকে সুস্থ আছেন এবং তাদের মনোবল অটুট রয়েছে।

শুক্রবার উদ্ধারকর্মীরা বলছিলেন, আর মাত্র ১০ থেকে ১২ মিটার সুড়ঙ্গ খনন করা গেলেই শ্রমিকদের কাছাকাছি পৌঁছানো যাবে।

১২ নভেম্বর উত্তরাখন্ডের উত্তরকাশী জেলার একটি জাতীয় মহাসড়কে নির্মাণাধীন এই সুড়ঙ্গের একাংশ ধসে পড়ে। সুড়ঙ্গটির উচ্চতা সাড়ে আট মিটার এবং এটি প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ।

 

Comments