নিউ সুপার মার্কেটে আগুন: ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের ১৪ সদস্যসহ ২৯

তাদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ২৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিচ্ছেন। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন।

আজ শনিবার সকালে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের অফিসার ১ জন, ফায়ারফাইটার ১৩ জন, স্বেচ্ছাসেবক ২ জন, আনসার সদস্য ২ জন এবং বিমান বাহিনীর ১ জন সার্জেন্টসহ মোট ১৯ জন আহত হয়ে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেকে চিকিৎসাধীন ফায়ার সার্ভিসের সদস্যরা হলেন, রাসেল (২২) শান্ত (২০) তৌফিক (২৩) রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪)।

এছাড়াও, বিমান বাহিনীর সার্জেন্ট আরাফাত (৩৫), এছাড়া দোকান কর্মী বায়জিদ (২৫), হাসান (২০) ইয়াছিন (২৪), স্বপন (২৩) রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮) দোকান মালিক জীবন (৩০), জীবন (২২) স্বেচ্ছাসেবক রিফাত (২৪) ও রিকশা চালক জাকির হোসেন (২৭) আনসার সবুজ (২০) চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিউমার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ২৪ জন এই পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তাদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments