গাজীপুরে প্রাইভেটকারের ভেতরে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ

গাজীপুরের টঙ্গী এলাকা থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের টঙ্গী এলাকা থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে নিমতলী হায়দ্রাবাদ ব্রিজের কাছে তাদের নিজস্ব প্রাইভেটকারের ভেতরে দুজনের মরদেহ পাওয়া যায়। একেএম জিয়াউর রহমান (৫১) ও তার স্ত্রী মোসাম্মত মাহমুদ আক্তার জলি (৩৫) গাজীপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের গাছা থানাধীন কামারজুরি এলাকায় বসবাস করতেন।

জিয়াউর রহমান টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জলি আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

শিক্ষক দম্পতির ছেলে মিরাজ উদ্দিন জানান, গতকাল তারা গাড়ি নিয়ে স্কুলের উদ্দেশে বের হয়েছিলেন। স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তারা বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দলাল চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।

Comments