রাজধানীতে বাসের ধাক্কায় স্ল্যাব পড়ে পা কাটা গেল কলেজশিক্ষার্থীর

রাজধানীতে বাসের ধাক্কায় সড়কের পাশে থাকা স্ল্যাব পড়ে এক কলেজশিক্ষার্থীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
তানভীর। ছবি: সংগৃহীত

রাজধানীতে বাসের ধাক্কায় সড়কের পাশে থাকা স্ল্যাব পড়ে এক কলেজশিক্ষার্থীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে এ ঘটনা ঘটে।

আহত তানভীর (১৯) আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় ইসিবি চত্বরে অছিম পরিবহনের মিরপুরগামী একটি বাস রাস্তার পাশে থাকা কনক্রিটের স্লাবে ধাক্কা দেয়। স্ল্যাবগুলো ওই শিক্ষার্থীর পায়ের ওপর পড়ে। 

এতে ওই শিক্ষার্থীর ডান পা অনেকখানি বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান ওসি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের ওই শিক্ষার্থীর ডান পা কেটে ফেলতে হয়েছে বলে জানান ওসি শাহান হক।

বাসটি আটক করা হলেও, চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, ঘটনার পর রাতে ওই সড়কে স্থানীয়রা বিক্ষোভ করলে কিছুসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Comments