২ ঘণ্টা পর রাজশাহীর কার কেয়ার সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

রাজশাহীর কুমারপাড়া এলাকায় একটি গাড়ি মেরামতের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পার্শ্ববর্তী ১২ তলা ভবনে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে।
গ্যারেজের আগুন পার্শ্ববর্তী ১২ তলা ভবনে ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

রাজশাহীর কুমারপাড়া এলাকায় একটি গাড়ি মেরামতের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন পার্শ্ববর্তী ১২ তলা ভবনে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে।

রাজশাহী বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ওহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আজ শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ার কারণে একজন অজ্ঞান হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার ফাইটাররা ভবনের ছাদে আশ্রয় নেওয়া অন্তত ১০ জনকে নিরাপদে উদ্ধার করেছে এবং ভবনে থাকা অন্যরা নিরাপদে বিল্ডিং থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কার কেয়ার সেন্টার থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

দমকলকর্মীরা জানান, ওই বিস্ফোরণগুলো ওয়েল্ডিং গ্যাস সিলিন্ডার, গাড়ির গ্যাস সিলিন্ডার ও টায়ার থেকে হয়েছিল। আগুনে কার কেয়ার সেন্টারে থাকা অন্তত ৫টি গাড়ি, একটি নবনির্মিত কমিউনিটি সেন্টার এবং ভবনের ৩টি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির দেয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ভনটি ঝুঁকিপূর্ণ হয়েছে কিনা তা তদন্ত করতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে বলা হয়েছে।

রাজশাহী ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা আব্দুর রউফ জানান, গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

Comments