দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Dinajpur Map
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের বিরামপুর ও বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ বুধবার সকালে বিরামপুরের বেলডাঙ্গা ও বড় করিমপুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

এদের মধ্যে সোহেল রানা ও সেলিনা আক্তার বিরামপুরে এবং মাওলানা হজরত আলী বীরগঞ্জের বড় করিমপুর এলাকায় নিহত হন।

বিরামপুরে নিহত সোহেল রানা দিনাজপুর শহরের রেলওয়ে কলোনী এলাকার বাসিন্দা। তার বাবার নাম লোকমান হোসেন। এ ছাড়া সেলিনা আক্তার একই শহরের নিমনগর সিপাহীপাড়া এলাকার রুস্তম আলীর মেয়ে। 
অপরদিকে বীরগঞ্জে নিহত মাওলানা হজরত আলী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বেলাল হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার সকালে দিনাজপুর শহর থেকে মোটরসাইকেলে করে বিরামপুর যাচ্ছিলেন সোহেল রানা ও সেলিনা আক্তার। সকাল ৯টার দিকে বিরামপুর উপজেলার বেলডাঙ্গা এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে তাদের ধাক্কা লাগে। 

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, গুরুতর আহত অবস্থায় তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

একই দিন সকাল ৭টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ ঝাড়বাড়ী বড় করিমপুর এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই হজরত আলী নিহত হন।
 

 

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago