আরামবাগে মাইক্রোবাসের ধাক্কায় আহত কলেজশিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর আরামবাগ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আহত কলেজশিক্ষার্থী আরাফাত ইসলাম তানভীর (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিন রাত সাড়ে ১২টার দিকে আরামবাগে রয়েল ডিলাক্স বাস কাউন্টারের পাশে দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।
আবুজর গিফারী কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের শিক্ষার্থী তানভীরের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মামুদি গ্রামে। তার বাবার নাম মো. আল-আমিন। দক্ষিণ কমলাপুর এলাকার কবরস্থান রোডের একটি বাসায় তানভীর ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
Comments