সীতাকুণ্ডে আগুন 

‘ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি ছিটকে এসে তুলাতে পড়েছে’

সীতাকুণ্ড পুলিশের সাবইন্সপেক্টর এমরান হোসেন বলেন, ‘১০টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত। কোনোকিছু ওয়েল্ডিং করার সময় আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।’
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার তুলার গুদামের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ছবি: স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার তুলার গুদামের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্পেশাল অফিসার নূরুল আলাম দুলাল বলেন, '৩টি ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্টেশনগুলো হলো কুমিরা, সীতাকুণ্ড ও আগ্রাবাদ।'

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি ইউনিটেক্স নামের সুতা কারখানার ভাড়া করা গুদাম। এখানে কারখানা নেই। যেহেতু এটি বড় গুদাম এবং ভিতরে তুলা আছে তাই আগুন নেভাতে সময় লাগবে। গুদামটি সেমিপাকা, কিছু অংশ পাকা আছে এবং কিছু অংশ টিনের। এই গুদামের খুব কাছে একটি বেসরকারি কনটেইনার ডিপো আছে। ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন আগুন যেন কনটেইনার ডিপোতে ছড়িয়ে না পড়ে।'

চট্টগ্রাম, সীতাকুণ্ড, ছোট কুমিরা, তুলার গুদাম, অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস,
৩টি ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ছবি: স্টার

কোনো হতাহাতের খবর নেই এবং কর্মীরা নিরাপদে বের হয়ে গেছেন বলে জানান তিনি।

সীতাকুণ্ড পুলিশের সাবইন্সপেক্টর এমরান হোসেন বলেন, '১০টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত। কোনোকিছু ওয়েল্ডিং করার সময় আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।'

সীতাকুন্ডের ইউএনও শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, 'গোডাউনের ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ওয়েল্ডিং করার সময় আগুনের ফুলকি ছিটকে এসে তুলাতে পড়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে- প্রাথমিকভাবে আমরা এমনটা ধারণা করছি। তবুও আমরা ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করব।'

আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় নেমসন কনটেইনার ডিপোর কইটেইনারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিপোটির ব্যবস্থাপক মো. মঞ্জু।

তিনি বলেন, 'ওই তুলার গুদামের খুব কাছে আমাদের কনটেইনার ডিপো। তাই আমরা ১৫০টি কনটেইনার সরিয়ে নেওয়া হচ্ছে।'

Comments