ঢাবি ক্লাবের ভেতরে আগুন, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুনে একটি মুদি দোকান পুড়ে গেছে
ঢাবি, আগুন,
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ভেতরে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি মুদি দোকান পুড়ে গেছে।

রোববার দিবাগত রাত সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়।

পরে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিস ঢাকা জোনের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলে, 'রাত সোয়া ১১টার দিকে খবর পেয়ে পলাশী এবং সিদ্দিকবাজার থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।'

একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত। দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া পাশের একটি ওষুধের দোকানেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
 
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ডেইলি স্টারকে বলেন, 'দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রকৃত কারণ খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় ক্লাবকে দায়িত্ব দেওয়া হয়েছে।'

Comments