রুমায় ট্রাকের ধাক্কায় নিহতদের ৫ জন বম, ১ জন খিয়াং

দুই ট্রাকের চালক ও এক চালকের হেলপারকে এখনো খুঁজে না পাওয়া যায়নি
বান্দরবান

বান্দরবানের রুমা উপজেলায় একটি যাত্রীবাহী মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আরেক ট্রাককে ধাক্কা দিলে অন্তত ৬ জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতদের মধ্যে ট্রাকের হেলপার ছাড়া বাকি ৫ জনই রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাসিন্দা। 

ওই ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ৫ জন 'বম' জাতিগোষ্ঠীর এবং তারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থাইংক্ষ্যং পাড়ার বাসিন্দা। তবে নিহত একটি ট্রাকের হেলপার হ্লাগ্য প্রু খিয়াং বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গুংগুরু মুখপাড়ার বাসিন্দা।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে বগালেকের ঝুঁকিপূর্ণ ঢালু রাস্তায় যাত্রীবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি মিনি ট্রাককে ধাক্কা দিলে সেটি পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২টি ট্রাকের ৪ জন নিহত হন এবং আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে আরও দুজন মারা যান।

নিহতরা হলেন-থাইংক্ষ্যং পাড়ার কারবারি হানময় বমের দুই মেয়ে লিন ময় বম (৩৭) ও ভারকিম বম (৪২), একই পাড়ার বাসিন্দা জিন হোম বম (৫০), সিয়াং কুপ বমের মেয়ে লাল সিয়াম বম (১৬), নিম কুপ বমের মেয়ে নুন থার ময় বম (৩৭) এবং ট্রাকের হেলপার বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গুংগুরু মুখপাড়ার বাসিন্দা ক্যজাইং খিয়াংয়ের ছেলে হ্লাগ্য প্রু খিয়াং (২৮)।

আহতদের মধ্যে লাল পিয়ান কিম বম, পারকুম বম, লুমকিল বম, পারেন ময় বম, থিয়াল হাই বম, জিন রুম সিয়াম বম, জিরনুন ময় বম, লুন পিয়ান বম, লাল থিয়ান আই বম, লাভলী বমের নাম জানা গেছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াধীন।'

দুই ট্রাকের চালক ও এক চালকের হেলপারকে এখনো খুঁজে না পাওয়া যায়নি বলে জানান ওসি।

Comments