কীর্তনখোলায় ট্যাংকার বিস্ফোরণ: নিখোঁজ কর্মীর মরদেহ উদ্ধার
বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন রুমে বিস্ফোরণের ঘটনায় নিহত আরও ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় কীর্তনখোলা নদী থেকে ট্যাংকারের নিখোঁজ গ্রিজারম্যান মো. কাশেমের মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে এই বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়াল ৩ জনে। নিহত বাকি ২ জন হলেন মো. বাবুল কান্তি দাস (৬৪) ও স্বাধীন (২২)।
আহত ড্রাইভার কুতুবউদ্দিন (৪৮), ড্রাইভার মো. রুবেল হোসেন (৪৫) ও গ্রিজারম্যান কামাল পাশা (৫০) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বিস্ফোরণের পর থেকে গ্রিজারম্যান কাশেম নিখোঁজ ছিলেন।
মেঘনা ডিপো ইন চার্জ কামরুল আহসান জানান, চট্টগ্রাম থেকে ১০ লাখ লিটার ডিজেল ও সাড়ে ৩ লাখ লিটার পেট্রোল নিয়ে এমভি এবাদি তেলের ট্যাংকারটি বরিশাল পৌঁছায়।গতকাল বিকেলে হঠাৎ ট্যাংকারের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে।
Comments