বিমানবন্দর এলাকায় বাসচাপায় ২ নারী নিহত

দুর্ঘটনার পর চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।
Dhaka Map.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ২ নারী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মিনারা বেগম (৫৫) ও মনি বেগম (৩৬)।

স্বামী আব্দুল হাকিমসহ পরিবার নিয়ে দক্ষিণখানের বিদুর বাড়ি এলাকায় থাকতেন মিনারা। আর স্বামী বাদশা মিয়া ও মেয়ে মিমসহ দক্ষিণখানের গাঁওয়াইর এলাকায় থাকতেন মনি।

দুর্ঘটনার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার মো. মাহবুবুর রহমান।

তিনি জানান, আজ সকালে বিমানবন্দর এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কয়েকজন পথচারী রাস্তা পারাপারের সময় বিনিময় পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিনারা। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে মারা যান মনি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানান, দুর্ঘটনার পর চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।

Comments