বগুড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, বাসে আগুন

এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।
ছবি: সংগৃহীত

বগুড়ায় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছেন এবং বাকিরা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা সিএনজিচালিত অটোরিকশার বাকি যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন বলে জানিয়েছে দুলাল নামের একজন প্রত্যক্ষদর্শী।

ছবি: সংগৃহীত

অন্যদিকে, শ্যামলী পরিবহনের বাসটি অটো-রিকশাটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নেভায়।

তবে বাসের কেউ আহত বা নিহত হননি বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।

বগুড়া সদর থানার পরিদর্শক আব্দুর রাহিম রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনা স্থলে অটো রিকশার একজন যাত্রী মারা গেছেন। তবে তার নাম-ঠিক জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিভিয়েছেন। সিএনজিতে ৫ জন যাত্রী ছিল বলে জেনেছি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

Comments