কক্সবাজারগামী দুই মোটরসাইকেল আরোহী ট্রাকচাপায় নিহত

লোহাগড়া উপজেলার পদুয়া বাজার এলাকা অতিক্রম করার সময় ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান জানান, ট্রাক ও মোটরসাইকেলটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। লোহাগড়া উপজেলার পদুয়া বাজার এলাকা অতিক্রম করার সময় ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়।

তিনি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের দুই আরোহীকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

Comments