গাজীপুরে পোশাক কারখানার আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাত ১১টার দিকে কারখানার ভেতরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা।
রাত ১১টার দিকে হঠাৎ কারখানার ভেতর আগুন দেখতে পান স্থানীয়রা। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর সাতপোয়া এলাকায় নেস্ট কম্পোজিট লিমিটেডে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  

আগুন নিয়ন্ত্রণে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আল আমীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবীর জোয়ারদার ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখনো কাজ করছি।'

তিনি আরও বলেন, 'কীভাবে আগুনের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।'

স্থানীয়রা জানায়, কারখানাটি মূলত টি-শার্ট তৈরি করে। আজ রাতে হঠাৎ ভেতরে আগুন দেখা যায়। 

রাত ১২টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আরেফিন ঘটনাস্থলে আছেন। 

Comments