দিনাজপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুই জন নিহত হয়েছেন।  

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বড়াইহাটে সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ৩ জন যাত্রী নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বড়াইহাট গ্রামে পৌঁছালে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী ও ইজিবাইকের চালক মারা যান। আহত হন আরও দুই জন।

খবর পেয়ে ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে একজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর আহত যাত্রীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ জানান, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকটিকে আটক করলেও দুর্ঘটনার পর এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Comments

The Daily Star  | English

Iran says taking measures to continue nuclear programme

"Plans for restarting (the facilities) have been prepared in advance, and our strategy is to ensure that production and services are not disrupted," said the head of the Atomic Energy Organization of Iran

45m ago