নারায়ণগঞ্জে তেলবাহী নৌযানে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দুপুর ১টা ৩৮ মিনিটে ফতুল্লা বাজারের পাশে ঘটনাস্থলে পৌঁছায়।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী একটি নৌযানে আগুন লেগেছে।
আজ বুধবার দুপুর ১টা ৩২ মিনিটে আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দুপুর ১টা ৩৮ মিনিটে ফতুল্লা বাজারের পাশে ঘটনাস্থলে পৌঁছায়।
Comments