চেয়েচিন্তে চলা বয়সী জীবন শেষ হলো ট্রেনের চাকায়

ট্রেনে ট্রেনে ভিক্ষা করে জীবন চালাতেন তিনি। পা পিছলে সেই ট্রেনের চাকায় কাটা পড়েই জীবন গেল ষাটোর্ধ্ব এক ব্যক্তির।
গতকাল রোববার দিবাগত রাত ৯টার দিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলওয়ে স্টেশন এই দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে এই পুলিশ কর্মকর্তা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ৯টার দিকে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ট্রেন থেকে নামতে গিয়ে ওই ব্যক্তি পা পিছলে পড়ে যান। এতে তার দুই পা গুরুতর জখম হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Comments