এখনই দুর্ভিক্ষের সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী। ছবি: সংগৃহীত

সরকারের কাছে পর্যাপ্ত চালের মজুত থাকায় দেশে এখনই দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আব্দুর রাজ্জাক বলেন, 'সাধারণত বছরের এই সময় দুর্ভিক্ষ দেখা দেয়। কিন্তু, আমরা তা কাটিয়ে উঠেছি। ২ মাস পর আমন ধান কাটা শুরু হবে। আমাদের কাছে ১৫ লাখ টন চাল মজুত রয়েছে, যা এই সময়ের জন্য যথেষ্ট।'

কৃষি খাতে অবদানের জন্য আজ ৪৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ২০১৮ ও ২০১৯ দেওয়া হয়েছে।

স্বর্ণপদক জিতেছেন বগুড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ও পাবনার কৃষক আমিরুল ইসলাম।

প্রচার ও প্রকাশনার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও কৃষকদের উৎসাহিত করার জন্য ডা. মো. রায়হানকে এ পুরস্কার দেওয়া হয়। শফিকুলকে কৃষির জন্য পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন এবং আমিরুলকে বাণিজ্যিকভাবে গবাদি পশু ও মুরগি পালনে সাফল্যের জন্য পুরস্কার দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago