শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ছুরিকাঘাতে কিশোর নিহত
রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ছুরিকাঘাতে মারুফ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারুফকে হাসপাতালে নিয়ে যাওয়া আরেক কিশোর মো. হারুন জানায়, মারুফ রাজারবাগ মোড়ে একটি ওয়ার্কশপে কাজ করত। ছুরিকাঘাতের কথা জানতে পেরে সে রাত সাড়ে ৯টার দিকে শাহজাহানপুর রেলওয়ে কলোনি পুরাতন থানার সামনের রাস্তায় যায় এবং মারুফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কে বা কারা মারুফকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি হারুন।
মারুফের মামি শিউলি আক্তার জানান, মারুফদের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার জয়পুরা গ্রামে। বুধবার রাতে মারুফকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানতে পারেন তারা। পরে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
Comments