মানিকগঞ্জে আরিফ শিকদার হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ার আরিফ শিকদার হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
মানিকগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সাটুরিয়ার আরিফ শিকদার হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

আজ সোমবার বেলা ১১টায় এই আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় দৌলতপুর উপজেলার ব্রাম্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। আর নিহত আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়ার গ্রামের ফকির পাড়ায়।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ মে সকাল ৯টায় সাটুরিয়া বেলতলা গ্রামের শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন হৃদয়। এই সময় আশেপাশের লোক শব্দ পেয়ে এগিয়ে গিয়ে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে। তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান আদালতে হৃদয়কে অভিযুক্ত করে চার্জশিট দেন। পরে দোষী সাব্যস্ত হওয়ায় আজ আদালত এই আদেশ দেন।

Comments

The Daily Star  | English
Bangladesh Expanding Social Safety Net to Help More People

Social safety net to get wider and better

A top official of the ministry said the government would increase the number of beneficiaries in two major schemes – the old age allowance and the allowance for widows, deserted, or destitute women.

2h ago