ঝিনাইদহে ৭ বছরের শিশুকে হত্যা, ১ জনের মৃত্যুদণ্ড

৬ দিন নিখোঁজের পর ২০১৩ সালের ১৮ জুলাই শিশুটির মরদেহ উদ্ধার হয়
যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ৭ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুল ইসলাম (৩৫) কাপাশহাটিয়া গ্রামের আরিফুল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের সহকারী পিপি অজিত কুমার বিশ্বাস জানান, ২০১৩ সালের ১২ জুলাই বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। ৬ দিন পর গ্রামের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে ১৯ জুলায় ৫ জনকে সন্দেহভাজন আসামি করে হরিণাকুন্ডু থানায় মামলা করেন। আসামি আসাদুলকে গ্রেপ্তার করা হলে জিজ্ঞাসাবাদে শিশু হত্যার কথা স্বীকার করেন।

বলাৎকারের উদ্দেশে শিশুটিকে হত্যা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

Comments