ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার মামলায় বাবা গ্রেপ্তার

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২২) মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় তার বাবা শাহীন আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

সানজানার মৃত্যুর ঘটনায় গত ২৮ আগস্ট রাতে বাবা শাহীন আলমের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দক্ষিণখান থানায় মামলা করেন মা উম্মে সালমা। ঘটনার পর থেকে শাহীন পলাতক ছিলেন।

গত ২৭ আগস্ট দক্ষিণখানের একটি ১০তলা ভবনের সামনে থেকে সানজানার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তিনি 'আত্মহত্যা' করেছেন। পুলিশ জানিয়েছে, তারা মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছেন, যেখানে সানজানা তার বাবাকে দায়ী করেছেন।

তবে, সানজানার সহপাঠীরা দাবি করছেন, তাকে হত্যা করা হয়েছে।

সানজানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

Comments

The Daily Star  | English

Dengue: 5 dead, 159 hospitalised in 24 hours

With the deaths, the total number of dengue-related deaths this year has risen to 28

51m ago