অপরাধ ও বিচার

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১০ নেতা-কর্মী আটক

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, '১০ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের পর ঘটনাস্থল ও এর আশপাশ থেকে ১০ জনকে আটক করা হয়। তাদের পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হবে। মামলার প্রক্রিয়া চলছে। তাদের নাম পরিচয় পরে জানানো হবে।'

আমির খসরু বলেন, 'এর আগে নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই মিলন বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।'

মামলার অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'বিএনপির মিছিলে ইট-পাটকেলের আঘাতে মিলনের ভাই নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।'

নাম প্রকাশ না করার শর্তে মিলনের এক আত্মীয় ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার রাতে মিলন তার ভাই শাওনের মরদেহ আনতে গেলে পুলিশ তার স্বাক্ষর নেয়। তাই মামলায় কী লেখা ছিল, সে সেটা জানে না। পুলিশ যা লিখেছে, সে তাতেই স্বাক্ষর দিয়েছে।'

নিহত শাওনের ভাই মিলন ডেইলি স্টারকে বলেন, 'মামলা হয়েছে। কিন্তু বিস্তারিত জানি না।'

বাদী মামলার বিষয়বস্তু না জানার বিষয়ে এসপি আমির খসরু ডেইলি স্টারকে বলেন, 'এটা সঠিক না। বাদী সব জানে।'

এই বলে তিনি ফোন রেখে দেন।
 

Comments