বেনাপোলে ৩২ হাজার ডলার ও ৭৫ হাজার রিয়েলসহ ভারতফেরত যাত্রী গ্রেপ্তার

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট টার্মিনাল এলাকা থেকে ২২ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭৫ হাজার সৌদি রিয়েল ও ১০ হাজার কানাডিয়ান ডলারসহ ভারতফেরত এক বাংলাদেশি যাত্রীকে গ্রেপ্তার করেছে বিজিবি।
ছবি: সংগৃহীত

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট টার্মিনাল এলাকা থেকে ২২ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭৫ হাজার সৌদি রিয়েল ও ১০ হাজার কানাডিয়ান ডলারসহ ভারতফেরত এক বাংলাদেশি যাত্রীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

আজ শনিবার দুপুরে মো. আশিক মিয়া নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাহেদ মিনহাজ ছিদ্দিকি।

আশিক মিয়া শরিয়তপুরের জাজিরা থানার মাস্টারকান্দি গ্রামের বাসিন্দা।

লে. কর্নেল সাহেদ মিনহাজ ছিদ্দিকি জানান, গোপন সূত্রে খবর পেয়ে দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭৫ হাজার সৌদি রিয়েল, ১০ হাজার কানাডিয়ান ডলার ও ৮ বোতল বিদেশি মদসহ আশিক মিয়াকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। 

Comments