শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীর এক কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় ওই মাদ্রাসার অধ্যক্ষ এবং দিঘিরপাড় জামে মসজিদদের ইমাম আরিফ বিল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরের বোয়ালমারীর একটি কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় ওই মাদ্রাসার অধ্যক্ষ এবং দিঘিরপাড় জামে মসজিদের ইমাম আরিফ বিল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে দিঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব।  

আরিফ বিল্লাহর আলফাডাঙ্গা গ্রামের শিকারপুর গ্রামের বাসিন্দা। তকে আজ দুপুরে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল রাতে ওই শিক্ষার্থীকে (১২) দিঘিরপাড় জামে মসজিদের ভেতর নিয়ে যৌন নিপীড়ন করেন আরিফ বিল্লাহ। কয়েক মাস পর গত ১ আগস্ট রাতে মাদ্রাসা থেকে মসজিদে নিয়ে আবারও ওই শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন তিনি।

এ ঘটনা জানতে পেরে ওই শিক্ষার্থীর বাবা গত রোববার রাতে বোয়ালমারী থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরিফ বিল্লাহর বিরুদ্ধে মামলা করেন।

Comments