যুবদল নেতা মকসুদকে আটক করে র্যাব, গ্রেপ্তার দেখিয়ে কারাগারে
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠলেও, র্যাব তাকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।
আজ বুধবার বিকেলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-৯ এর একটি দল যুবদল নেতা মকসুদকে আটক করে। পরে নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করে র্যাব।
এর আগে মকসুদ আহমদকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিল তার পরিবার ও দলীয় নেতৃবৃন্দ।
আজ ভোর সাড়ে ৪টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ের রাবিয়া ভিলা থেকে তালা ও দরজা ভেঙে মকসুদ আহমদকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ পরিবারের।
তবে তাকে র্যাব আটক করে থানায় হস্তান্তর করেছে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, যুবদল নেতা মকসুদকে আদালতে হাজির করা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Comments