খালেদা জিয়ার ২ মামলার চার্জ শুনানি পেছাল

খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

'জাতীয় পতাকা অবমাননা' ও ১৫ আগস্ট 'ভুয়া জন্মদিন' পালনের অভিযোগে দায়ের করা ২টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৭ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন ঢাকার একটি আদালত।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ মামলার শুনানি স্থগিত চেয়ে পৃথক আবেদনের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

আবেদনে আইনজীবী বলেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। তিনি চলাচল করার মতো অবস্থায় ছিলেন না। সুতরাং, শুনানি স্থগিত করা উচিত।

তবে, কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে স্থাপিত অস্থায়ী আদালতে অভিযোগকারীরা হাজির ছিলেন না।

এর মধ্যে একটি মামলা করেন আওয়ামী লীগপন্থী সংগঠন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক। ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার একটি আদালতে খালেদা জিয়া ও তার প্রয়াত স্বামী জিয়াউর রহমানের বিরুদ্ধে দেশের 'মানচিত্র ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা করেন। তবে, অভিযোগ থেকে আদালত জিয়াউর রহমানের নাম বাদ দেন।

২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকার আরেকটি আদালতে দ্বিতীয় মামলাটি করেন ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টসের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। এই মামলার অভিযোগ ছিল জাতীয় শোক দিবসে ১৫ আগস্ট 'ভুয়া জন্মদিন' পালন।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago