রাস্তা থেকে তুলে নিয়ে মামাকে হত্যা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে প্রাণিসম্পদ দপ্তরের এক অবসরপ্রাপ্ত কর্মচারীকে হত্যা করেছেন তার ভাগ্নে।
Pirojpur
স্টার অনলাইন গ্রাফিক্স

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে প্রাণিসম্পদ দপ্তরের এক অবসরপ্রাপ্ত কর্মচারীকে হত্যা করেছেন তার ভাগ্নে।

আজ রোববার সকালে উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক (৬৫) ইন্দুরকানী সদরে বাস করতেন। সেখানে তার একটি ওষুধের দোকান রয়েছে।

পুলিশ জানিয়েছে, সৎ বোনের ছেলে মজিরুল আলমের (৪৫) সঙ্গে অর্থ ও মামলা সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব ছিল আব্দুল খালেকের। এর জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, 'সকালে আব্দুল খালেক রাস্তায় হাঁটতে বের হলে তাকে উপজেলার এলজিইডি ব্রিজের সামনে থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে জোর করে তুলে নিয়ে যান মজিরুল। এরপর তাকে ঢেপসাবুনিয়া গ্রামে নিয়ে একটি ডোবার পানিতে ডুবিয়ে হত্যা করেন।'

ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

'এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আব্দুল খালেকের মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে', যোগ করেন ওসি।

Comments