আ. লীগ নেতার ছেলের বদলে আদালতে হাজিরা, ড্রেজার শ্রমিক গ্রেপ্তার

কুড়িগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়ার ছেলে আতিকুর রহমানের পরিবর্তে বালু উত্তোলন মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে জয়নাল আবেদীন নামে এক ড্রেজার শ্রমিক গ্রেপ্তার হয়েছেন।

সোমবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলির রৌমারী আমলী আদালতে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের শীবেরডাঙ্গি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার আব্দুস সামাদ জানান, আজ বালু উত্তোলন মামলায় আদালতে আসামীদের হাজিরা ছিল। আসামিদের মধ্যে ২২ জন উপস্থিত ছিলেন। এরমধ্যে আসামি আতিকুর রহমানের বদলে জয়নাল আবেদীন নামে এক ড্রেজার শ্রমিক আদালতে হাজিরা দিতে আসেন। বিষয়টি বিচারকের নজরে এলে জয়নাল আবেদীনকে আটক করা হয়। এই ঘটনায় রাষ্ট্রপক্ষ বাদী হয়ে জয়নাল আবেদীনসহ দুই জনকে আসামি করে মিস কেস দায়ের করেন। জয়নাল আবেদীনকে এই মামলায় গ্রেপ্তার এবং অপর আসামি আতিকুর রহমানকে পলাতক দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি জয়নাল আবেদীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়াও ২০২১ সালের দায়ের করা মামলায় আসামি আতিকুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আসামি জয়নাল আবেদীন আদালতকে জানান, রৌমারী উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুরুজ্জালের ছেলে আতিকুর রহমানের বদলে তিনি আদালতে হাজিরা দিতে এসেছেন। প্রায় ৩ বছর ধরে তিনি আতিকুর রহমানের ড্রেজার দিয়ে বালু উত্তোলনে প্রতিদিন ৮০০ টাকা মজুরিতে কাজ করছেন। এ মামলায় হাজিরা দিতে আসার সময় আতিকুর তাকে যাতায়াত খরচ দিয়েছেন এবং হাজিরা দিয়ে বাড়িতে গেলে মজুরিসহ বাড়তি কিছু টাকা দেওয়ার চুক্তি হয়েছিল।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

6m ago