জামিন পেলেন রাজবাড়ীর সেই বিএনপি নেত্রী সোনিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজবাড়ী মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোনিয়া আক্তার স্মৃতি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজবাড়ী মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

গ্রেপ্তারের ২৬ দিন পর আজ সোমবার জামিন পেলেন তিনি।

সোনিয়ার জামিন আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দ্য ডেইলি স্টারকে তার আইনজীবী মাকসুদ উল্লাহ বলেছেন, হাইকোর্টের জামিনের আদেশের পর জেল থেকে মুক্তি পেতে সোনিয়ার কোনো আইনি বাধা নেই।

তিনি বলেন, সোনিয়ার অবস্থা ও  তার ২ শিশু সন্তানের কথা বিবেচনা করে তাকে জামিন দিয়েছেন আদালত।

সোনিয়ার জামিন আবেদনের শুনানির সময় তার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও আইনজীবী কায়সার কামাল।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত ৫ অক্টোবর স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসুল আরেফিন চৌধুরী সোনিয়া আক্তার স্মৃতির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ওই দিনই ওই মামলায় সোনিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১০ অক্টোবর রাজবাড়ীর এক নম্বর আমলী আদালতে জামিনের আবেদন করেন সোনিয়া আক্তার। বিচারক কায়ছুন নাহার সুরমা তার জামিনের আবেদন না মঞ্জুর করেন। এছাড়া গ্রেপ্তারের দিনও জামিনের আবেদন করা হয়েছিল।

সোনিয়া আক্তার স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য।

 

Comments