দলীয় সিদ্ধান্ত গ্রহণে জি এম কাদেরের ওপর আদালতের নিষেধাজ্ঞা বহাল

বিরোধী দল হবে জাতীয় পার্টি
জিএম কাদের। স্টার ফাইল ছবি

দলীয় সিদ্ধান্ত গ্রহণে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ওপর যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা বহাল রেখেছেন আদালত।

গতকাল বুধবার জি এম কাদেরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন নাকচ করে দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. মাসুদুল হক। ফলে তিনি জাপার  সিদ্ধান্ত গ্রহণের কোনো প্রক্রিয়ায় থাকতে পারছেন না।

আদালতের বেঞ্চ সহকারী হারুন সরদার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

এই আদেশের পর জিএম কাদেরের অন্যতম আইনজীবী মোঃ কলিমুল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন তারা।

এর আগে গত ১০ নভেম্বর জি এম কাদেরের আইনজীবী শেখ মুহম্মদ সেরাজুল ইসলাম জাপা চেয়ারম্যানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

এর আগে জাতীয় পার্টি থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া জিয়াউল হকের করা মামলার শুনানি নিয়ে গত ৩০ অক্টোবর জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ৮ নভেম্বর আদালতে আবেদন করেন জি এম কাদের।

Comments