‘বড় ঋণখেলাপিরা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে?’

হাইকোর্ট
ফাইল ছবি

বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ উদ্যোগ না নেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তীব্র সমালোচনা করেছেন হাইকোর্ট।

আজ রোববার আদালত দুদকের আইনজীবী খুরশীদ আলম খান ও এম এ আজিজ খানকে বলেন, 'ঋণ খেলাপিরা আইনের চেয়ে শক্তিশালী নন। কিন্তু, আপনারা কেনো বড় ঋণ খেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না? তারা হাজারো কোটি টাকার অপব্যবহার করছেন। কেনো আপনারা তাদেরকে আইনের আওতায় আনছেন না? বড় ঋণ খেলাপিরা কি ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন? দুদক ছোট ঋণ খেলাপিদের ধরতে ব্যস্ত রয়েছে, বড় ঋণ খেলাপিদের নয়।'

একটি ঋণ কারসাজি মামলায় নিম্ন আদালতে শাহজালাল ইসলামি ব্যাংকের সাবেক কর্মকর্তা এএসএম আহসানুল কবিরের জামিন বাতিলের আবেদন জানায় দুদক, যার পরিপ্রেক্ষিতে একটি শুনানির আয়োজন করা হয়।

আজ এই শুনানির সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উল্লেখিত মন্তব্যগুলো করেন।

দুদক ২০১৩ সালে এই ব্যাংকের কাছ থেকে বিসমিল্লাহ গ্রুপের অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলাটি দায়ের করেছিল। 

আজ হাইকোর্টের বেঞ্চ একইসঙ্গে দুদকের এই মামলার অভিযোগপত্র জমা না দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।

 

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago