আমানের জামিন, কারাগারে রিজভী-এ্যানি-খোকনসহ ৪৪৫

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ আটক করে। নয়াপল্টন, ৭ ডিসেম্বর ২০২২। ছবি: পলাশ খান/স্টার

পল্টন থানায় নাশকতার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও আবদুল কাদের ভূঁইয়া জুয়েল।

তবে রুহুল কবির রিজভী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামসুর রহমান, খায়রুল কবির খোকনসহ ৪৪৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেনের আদালত এ আদেশ দেন।

গতকাল আমান উল্লাহ আমানকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়। ছবি: মুনতাকিম সাদ/স্টার

অসুস্থতার কারণে আমান ও আবদুল কাদেরের জামিন মঞ্জুর করেন আদালত।

পল্টন ও মতিঝিল থানায় করা পৃথক আরও দুটি মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নয়াপল্টনে গতকাল বুধবার বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় বিএনপির ১ হাজার ৯০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

৪৭৩ জনের নামে এবং অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

একই ঘটনায় মতিঝিল ও শাহজাহানপুর থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আরও ২টি মামলা করা হয়।

বিস্ফোরক দ্রব্য আইনে করা এই ২ মামলায় বিএনপির ৮০ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়।

Comments

The Daily Star  | English

Scorched at work: Global report revealed dire heat risks for workers

A joint report released by the World Health Organisation (WHO) and the World Meteorological Organisation (WMO) exposed the growing dangers of extreme heat on workers’ health and productivity worldwide.

34m ago