চেক প্রতারণা: চট্টগ্রামে রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের সিইও গ্রেপ্তার

চট্টগ্রামে রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসনাইন হারুনকে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে নগরীর হালিশহর থানার ব্যারিস্টার কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ১১টি সাজা পরোয়ানা এবং ২৪টি গ্রেপ্তারি পরোয়ানা আছে।
গ্রেপ্তার হাসনাইন এইচআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী হারুনুর রশিদের ছেলে। হারুনুর রশিদের প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এইচ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রুবাইয়া প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চিটাগাং ইস্পাত লিমিটেড ও আমানত স্টিল লিমিটেড।
এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ রুবাইয়া ভেজিটেবল অয়েলে বলে জানিয়েছে আদালত সূত্র।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, হালিশহর থানা ও ডবলমুরিং থানায় ১১টি সাজা পরোয়ানা এবং ২৪টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল হাসনাইনের বিরুদ্ধে। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালত সূত্র জানায়, এইচআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও হাসনাইনের বাবা হারুনুর রশিদ একইসঙ্গে রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডেরও এমডি। তার স্ত্রী আনজুমান আরা বেগম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। চট্টগ্রামের সীতাকুণ্ডে এই অয়েল ইন্ডাস্ট্রিজের অবস্থান।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, হারুনুর রশিদ ১৩টি ব্যাংক থেকে ৯০০ কোটি টাকার মতো ঋণ নিয়েছেন। ব্যাংক চেক জালিয়াতির ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ ২০১৯ সালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। জেল থেকে জামিনে বের হওয়ার পর আবার আত্মগোপন করেন তিনি।
এ বছরের ৯ জুন সাউথইস্ট ব্যাংকের পাহাড়তলী শাখায় ১৪২ কোটি ৮৭ লাখ ৩২ হাজার ২১৮ টাকা ঋণ খেলাপির অভিযোগে করা এক মামলায় হারুনুর রশিদ, তার স্ত্রী ও ছেলে হাসনাইনকে ৫ মাস করে কারাদণ্ড দেন আদালত।
Comments