কারারক্ষীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মুখ বাঁধা দুর্বৃত্তরা

স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) সামনে দায়িত্বরত এক কারারক্ষীকে ছুরিকাঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা।

ছুরিকাঘাতে আহত বগুড়া জেলা কারারক্ষী আব্দুস সালাম (৪৪) ওই মেডিকেলে চিকিৎসাধীন।

বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক রকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আব্দুস সালাম মেডিকেলে নিয়োজিত প্রিজনভ্যানের দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যা ৭টায় তিনি মেডিকেলের ১ নং গেটের সামনের দোকানে মোবাইলে ফ্লেক্সিলোড করতে যান। এসময় মোটরসাইকেলে মুখ বেঁধে আসা ৩ অপরিচিত ব্যক্তি তাকে মারধর করে এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।'

'পুলিশ ইতোমধ্যে হামলাকারীদের শনাক্ত এবং ধরতে কাজ করছে। আহত কারারক্ষী এখন আশঙ্কামুক্ত,' বলেন এই পুলিশ কর্মকর্তা।

গত ২৩ নভেম্বর একই এলাকায় চতুর্থ বর্ষের মেডিকেল শিক্ষার্থী মেহরাব হোসেন ফাহিমকে (২৬) ছুরিকাঘাত করে স্থানীয় এক দোকানদার। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

Under pressure, UK govt unveils flagship immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

51m ago