ভারতে পালানোর সময় আখাউড়ায় হত্যা মামলার আসামি আটক

আটক স্বপন মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়েছে।

আজ‌ মঙ্গলবার দুপুরে স্বপন মিয়া নামের ওই ব্যক্তিকে আটকের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ দেওয়ান মোরশেদ আলম।

ইমিগ্রেশন পুলিশের এই কর্মকর্তা বলেন, 'স্বপন মিয়া একটি হত্যা মামলার আসামি। তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। মামলা থাকার কারণে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল।'

তিনি আরও বলেন, 'স্বপন ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন করতে আসেন। এসময় সফটওয়্যারের মাধ্যমে বন্দরে তার ব্ল্যাক লিস্টেড থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে আটক করে আখাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।'

Comments

The Daily Star  | English

Multiple blasts heard in Tehran, black smoke visible in east: AFP

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

20h ago