হেফাজতে নির্যাতন

সোনারগাঁয়ের সাবেক ওসি-এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ও সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) সাধন বসাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

হেফাজতে নির্যাতনের অভিযোগে এক মামলার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আস শামস জগলুল হোসেন এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মনিরুজ্জামান বুলবুল। তিনি জানান, ২০১৮ এক ঘটনায় আদালতে এই মামলা হয়েছিল৷ ওই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে আদালত এ আদেশ দেন।

মামলার বাদী ব্যবসায়ী আনিসুর রহমান আলমগীর বলেন, 'জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে ২০১৮ সালের ৭ অক্টোবর রাতে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম স্বপন, বাবুল ও আমাকে সোনারগাঁ থানার সাবেক ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাক বাসা থেকে তুলে থানায় নিয়ে হাত-পা ও চোখ বেঁধে নির্যাতন করেন। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।'

তিনি আরও বলেন, 'নির্যাতনের শিকার জাহিদুল ইসলাম স্বপনের কাছে চাঁদা দাবি করেন ওসি ও এসআই। চাঁদা না দিলে ক্রসফায়ারে হত্যার হুমকি দেন তারা। এ ঘটনায় জাহিদুল ইসলাম স্বপন আদালতে মামলা করেন। আসামিরা আমাকে সাক্ষী না দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেন। পরে আমি নিজে বাদী হয়ে আরেকটি মামলা করি।'

বাদীপক্ষের আইনজীবী মৃণাল কান্তি দত্ত বলেন, 'নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার পর আদালত বিচারিক তদন্তের নির্দেশ দেন৷ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।'

Comments

The Daily Star  | English

Raft of measures soon to tame inflation

The interim government has decided to double the amount of rice against one crore family cards and change the market monitoring strategy to tame inflation.

9h ago