২ সন্তানের হেফাজত

পারিবারিক আদালতে ইমরানের মামলা খারিজের আদেশ স্থগিত

সংক্ষিপ্ত শুনানি শেষে আজ বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন।
ফাইল ছবি। সংগৃহীত

দুই সন্তানকে নিজ হেফাজতে রাখতে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের করা আপিল আবেদন ঢাকার একটি আদালত গ্রহণ করেছেন। একইসঙ্গে পারিবারিক আদালতে ইমরানের করা মামলা খারিজের আদেশও স্থগিত করা হয়েছে।

সংক্ষিপ্ত শুনানি শেষে আজ বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন।

বিচারিক আদালতকে মামলার নথি পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আজ বিকেলে মামলাটির চূড়ান্ত শুনানির জন্য সময় নির্ধারণ করবেন।

এ ছাড়াও, বিচারক উভয় পক্ষকে আদালতের বাইরে বিষয়টি নিষ্পত্তি করতে বলেছেন।

ইমরান শরীফ তার সন্তানদের হেফাজত চেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে যে মামলা করেছিলেন, পারিবারিক আদালত সেটি খারিজ করে দিলে গত ২ ফেব্রুয়ারি তিনি সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন।

গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান ওই ২ শিশুকে তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর হেফাজতে থাকার নির্দেশ দেন।

একইসঙ্গে ওইদিন ২ শিশুকে নিজ হেফাজতে রাখতে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি ইমরানের করা মামলাও খারিজ করে দেন আদালত।

Comments