মায়ের কাছেই থাকছে ইমরান-নাকানো দম্পতির ২ সন্তান

পারিবারিক আদালত যে রায় দিয়েছিলেন তা বহাল রেখেছেন ঢাকার জেলা জজ আদালত।
ইমরান-নাকানো দম্পতির ২ সন্তানের অভিভাবকত্বের রায় আগামীকাল
ইমরান ও নাকানো। ছবি: সংগৃহীত

দুই শিশুকে তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর হেফাজতে থাকার নির্দেশ দিয়ে পারিবারিক আদালত যে রায় দিয়েছিলেন তা বহাল রেখেছেন ঢাকার জেলা জজ আদালত।

ঢাকার জেলা জজ আদালতের বিচারক এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া গত ২ ফেব্রুয়ারি তাদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের আপিল খারিজ করে দেন।

ইরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, ইমরান শরীফ তার সন্তানদের হেফাজত চেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে যে মামলা করেছিলেন, পারিবারিক আদালত সেটি খারিজ করে দিলে তিনি সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান ওই ২ শিশুকে তাদের মা জাপানি নাগরিক এরিকো নাকানোর হেফাজতে থাকার নির্দেশ দেন।

ওই সময় আদালত বলেন, শিশুদের সুস্থতার কথা বিবেচনা করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। একই আদালত গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইমরান শরীফের দায়ের করা মামলাটিও খারিজ করে দেয়।

Comments