স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন

একইসঙ্গে ট্রাইবুনাল আল আমিনের জামিন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী ৯ এপ্রিলের মধ্যে কারণ দর্শাতে বলেছেন।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার আল আমিন হোসেন (বাঁয়ে) : ফাইল ছবি এএফপি
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার আল আমিন হোসেন (বাঁয়ে) : ফাইল ছবি এএফপি

স্ত্রী ইশরাত জাহানকে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে করা মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীন তার বিরুদ্ধে অভিযোগ পত্র পাঠ করে শোনালে জামিনে মুক্ত থাকা আল আমিন নিজেকে নির্দোষ দাবি করেন।

এর আগে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার জন্য তার আইনজীবীর করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

একইসঙ্গে ট্রাইবুনাল আল আমিনের জামিন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী ৯ এপ্রিলের মধ্যে কারণ দর্শাতে বলেছেন।

মামলা প্রত্যাহারের জন্য বারবার চাপ দিয়ে আসছিলেন, এই কারণ দেখিয়ে তার স্ত্রী আল আমিনের জামিন বাতিলের আবেদন করার পর এই আদেশ আসে।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা গত ২ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আল আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

গত বছরের ৬ সেপ্টেম্বর আত্মসমর্পণের পর আল আমিনকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

২০ লাখ টাকা যৌতুকের দাবিতে আল আমিন তাকে নির্যাতন ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে একই বছরের ১ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন ইশরাত।

একই বছরের ৭ সেপ্টেম্বর পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ অনুযায়ী প্রতি মাসে ১ লাখ টাকা ভরণপোষণ দাবি করে ঢাকার আদালতে আরেকটি মামলা করেন ইশরাত।

 

Comments