পঞ্চগড়ে গুজব-ভাঙচুর-লুটপাটের অভিযোগে গ্রেপ্তার ১৯

আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা
পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ট্রাক টার্মিনাল এলাকায় গাড়িতে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে গুজব ছড়ানো, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

আজ রোববার পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল শনিবার সন্ধ্যার পর ফজলে রাব্বিসহ কয়েকজন যুবক মোটর সাইকেলে কয়েকটি এলাকায় গিয়ে আহমদিয়া সম্প্রদায়ের ২ জনকে হত্যার গুজব ছড়ালে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।'

'এই গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়,' উল্লেখ করে ওসি আরও বলেন, 'এর পরিপ্রেক্ষিতে দুষ্কৃতিকারীরা সড়ক অবরোধ ও গাড়িতে আগুন দেয়। তারা শহরে একটি জুতার দোকান লুটপাট ও ৩ দোকান ভাঙচুর করে।'

রাতে অভিযান চালিয়ে পঞ্চগড় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার রাজনগর এলাকার সোলায়মান আলীর ছেলে মো. ফজলে রাব্বীসহ (৩০) মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গত শুক্রবার থেকে পঞ্চগড়ের আহম্মদনগরে আহমেদিয়া সম্প্রদায়ের ৩ দিনের সালানা জলসার পূর্ব ঘোষিত কর্মসূচি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন ও এর সমমনা ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা জুমার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

এতে ২ জন নিহত হন এবং ৭ পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হন।

সংঘর্ষের এক পর্যায়ে আহমদিয়া সম্প্রদায়ের মানুষদের বসতি আহম্মদনগরে বিক্ষোভকারীরা হামলা চালিয়ে প্রায় ১৫০ বাড়িতে ভাঙচুর করে, আগুন দেয় ও লুটপাট চালায়।

Comments

The Daily Star  | English

CSA getting scrapped

The interim government yesterday decided in principle to repeal the Cyber Security Act which has been used to curb press freedom and supress political opposition.

2h ago