নাশকতার আরেক মামলায় বিএনপি নেতা সপুকে গ্রেপ্তার দেখাল পুলিশ
রাজধানীর পল্টন থানায় নাশকতা অভিযোগে দায়ের হওয়া আরেক মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
পল্টন থানার উপপরিদর্শক ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. শাহীন মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এই আদেশ দেন।
সপুর আইনজীবী জহির রায়হান জমিন বলেন, 'গতকাল কারাগার থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।'
'গত বছরের ৪ ডিসেম্বর মামলাটি দায়ের হয়েছিল। এই মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) সপুর নাম ছিল না। মুক্তি বিলম্বিত করতেই পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে,' বলেন জসিম।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি শংকর এলাকার বাসা থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সপুকে আটক করে পুলিশ।
পরবর্তীতে পুলিশকে লাঞ্ছিত করা এবং সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। যদিও মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) সপুর নাম ছিল না।
গত ১৬ ফেব্রুয়ারি ওই মামলায় তিনি জামিন পান। জামিনে কারামুক্ত হওয়ার আগে রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই মামলায় গত ২০ মার্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুর হওয়ার পরে মীর সরফত আলী সপুকে জেলগেট থেকে গ্রেপ্তার করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় সপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।'
Comments