বাগেরহাট

দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিত, আহত অন্তত ৩০

মোরেলগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। 

আজ রোববার দুপুরে উপজেলায় পুটিখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

চরপুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে সংঘর্ষ হওয়ায় সম্মেলন স্থগিত করে জেলা বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সম্মেলনের প্রধান অতিথি নিয়ামুল নাসির আলাপ দ্য ডেইলি স্টারকে সম্মেলন স্থগিতের তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনে উপস্থিত প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় সম্মেলন শুরু হয়। নেতাকর্মীরা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদার ও আব্দুস ছত্তার হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সভাপতি প্রার্থী আব্দুস ছত্তার হাওলাদার ডেইলি স্টারকে বলেন, 'সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদারের লোকজন সম্মেলন চলাকালে আমাদের ওপর হামলা করে।'

এদিকে খলিলুর রহমান শিকদার বলেন, 'আমাদের ভোটারদের (কাউন্সিলর) বাদ দেওয়া হয়েছে। কৌশলে আমাকে হারানোর চেষ্টা করা হচ্ছিল। এজন্য আমাদের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। আব্দুস ছত্তার হাওলাদারের লোকজন আমাদের ওপর হঠাৎ হামলা করলে সংঘর্ষ শুরু হয়।'

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নিয়ামুল নাসির আলাপ বলেন, 'আপাতত সম্মেলন স্থগিত করা হয়েছে। পরে সম্মেলনের সময় জানিয়ে দেবো। যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

জানতে চাইলে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষের কারণে সম্মেলন স্থগিত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।'

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

8h ago