র‌্যাব হেফাজতে মৃত্যু

সুলতানার মৃত্যুর মেডিকেল নথি হাইকোর্টে জমা আজ দুপুর ২টায়

র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর পর রাষ্ট্রপক্ষ কোনো মামলা না করায় গতকাল সোমবার গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বেঞ্চ।
সুলতানা জেসমিন
সুলতানা জেসমিন। ফাইল ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর কারণ সংক্রান্ত মেডিকেল সনদসহ প্রাসঙ্গিক নথি আজ মঙ্গলবার দুপুর ২টায় হাইকোর্টে জমা দেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুলতানা জেসমিনের মৃত্যুর কারণ হিসেবে প্রতিবেদনে কী উল্লেখ করা হয়েছে তা আমি জানি না। আমরা দুপুর ২টায় হাইকোর্টে প্রাসঙ্গিক নথি জমা দেবো।'

গতকাল বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চকে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে সুলতানা জেসমিনের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তার কার্যালয় নথি পেয়েছে।

নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর পর রাষ্ট্রপক্ষ কোনো মামলা না করায় গতকাল সোমবার গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বেঞ্চ।

সুলতানা জেসমিনের মৃত্যু নিয়েও কিছু প্রশ্নও তোলেন হাইকোর্ট বেঞ্চ।

নওগাঁর একটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিনকে গত ২২ মার্চ আটক করে র‌্যাব এবং ২৪ মার্চ তিনি মারা যান।

আদালত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে আজকের মধ্যে এ সংক্রান্ত নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

Comments