যশোরে বাসার ভেতরে অস্ত্র তৈরির কারখানা, আটক ১

গোপন সূত্রে খবর পেয়ে শাহাদতের বাড়িতে ওই অস্ত্র কারখানার সন্ধান পায় পুলিশ।
আটক শাহাদত হোসেন। ছবি: সংগৃহীত

যশোর শহরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। সেখানে অভিযান চালিয়ে ১টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শহরের শংকরপুর চোপদারপাড়ায় একটি বাড়িতে অভিযান চালায় ডিবি। এ সময় ওই বাড়ি থেকে শাহাদত হোসেনকে (৪০) আটক করা হয়।

যশোর ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে শাহাদতের বাড়িতে ওই অস্ত্র কারখানার সন্ধান পায় পুলিশ।

তিনি বলেন, 'পুলিশের কাছে গোপন খবর ছিল চোপদারপাড়ায় একটি বাসায় লেদ মেশিন বসিয়ে অস্ত্র তৈরি করা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।'

আটক শাহাদতকে ডিবি কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত বছর ১৩ অক্টোবর শহরের বারান্দী কদমতলার রাঙ্গামাটি গ্যারেজ মোড়ের নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং নামে একটি লেদ কারখানায় অভিযান চালিয়েছিল ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ। অভিযানে ৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছিল।
 

Comments