বগুড়া

ছিনতাইয়ে বাধা দেওয়ায় সাংবাদিককে মারধর

ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় সাংবাদিককে মারধর
সাংবাদিক জোজিফ হোসেন প্রতীক। ছবি: মোস্তফা সবুজ/স্টার

বগুড়ায় মোটরসাইকেল ছিনতাইয়ে বাধা দেওয়ায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক  সাংবাদিককে মারধর করেছে স্থানীয় দুর্বৃত্তরা। 

এই ঘটনায় আহত সাংবাদিক জোজিফ হোসেন প্রতীক (৩১) বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে শহরের পশ্চিম ঠনঠনিয়ার একটি ক্লিনিকে ভর্তি স্ত্রীকে দেখতে যাচ্ছিলেন প্রতীক। পথে একজন পথচারীর ওপর আক্রমণ করে তার মোটরসাইকেল ছিনতাই করতে দেখে প্রতিবাদ করেন প্রতীক। এ সময় ছিনতাইকারীরা তার ওপর চড়াও হয়।

প্রতীক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ক্লিনিকে যাওয়ার সময় গলির ভেতর দেখতে পাই একজন পথচারীকে মারধর করছে ওই এলাকার ২-৩ জন সন্ত্রাসী। এরা এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী।'

তিনি আরও বলেন, 'এই সময় তারা ওই লোকটির মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। কেন মারছে জিগ্যেস করতেই বলে উঠে, তুই কে? আমি পরিচয় দেওয়ার পরও তারা এলোপাতাড়ি মারধর শুরু করে। প্রথমে সুমন, তার ভাই কাদের এবং শামীম নামের ৩ জন এবং পরে আরও ৪-৫ জন আমার মাথার হেলমেট কেড়ে নিয়ে মাথায় এবং বুকে মারধর করে। এ সময় তারা আমার মোবাইল ফোন এবং মোটরসাইকেল কেড়ে নেয়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।'

এই বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনা জানার পরপরই আমাদের ৩টি টিম ঘটনাস্থলে পৌছায় এবং আহত সাংবাদিককে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।'

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago