গরুর ট্রাক আটকে ব্যবসায়ীদের মারধর-চাঁদাবাজি, যুবলীগ নেতাসহ কারাগারে ৫
রাজধানীর শুক্রাবাদ এলাকায় একটি গরুর ট্রাক আটকে ব্যবসায়ীদের মারধর ও ৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- মোহাম্মদপুর যুবলীগের আহ্বায়ক কাজী মারুফ হোসেন বিপ্লব এবং তার সহযোগী দেওয়ান আরাফাত, মোহাম্মদ তানভীর, জহিরুল ইসলাম ও মো. রাফি।
আজ বৃহস্পতিবার গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা গরুগুলোকে একটি নির্দিষ্ট হাটে নিয়ে যেতে বাধ্য করার চেষ্টা করছিল।
ওই ঘটনায় গরু ব্যবসায়ী জুলফিকার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
জুলফিকার দ্য ডেইলি স্টারকে জানান, তিনিসহ কয়েকজন ব্যবসায়ী নওগাঁ থেকে ১৮টি গরু নিয়ে চট্টগ্রামের বোয়ালখালী হাটের উদ্দেশে রওনা হন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর শুক্রাবাদ এলাকায় ১১-১২ জন লোক ট্রাকটির গতিরোধ করে।
তারা ব্যবসায়ী ও ট্রাকচালককে মারধর করে গরু অন্য একটি হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
একপর্যায়ে গরু ব্যবসায়ীরা যেতে রাজি না হওয়ায়, তারা তাদের কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় পুলিশের সাহায্য পেতে ব্যবসায়ীরা চিৎকার করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যুবলীগ নেতা মারুফকে আটক করা হয়।
ওসি বলেন, 'আসামিরা স্বীকার করেছেন যে তারা গরুগুলো তেজগাঁও শিল্প এলাকার একটি হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।'
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশু পরিবহনের ট্রাক চাঁদাবাজির শিকার হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। এর মধ্যেই রাজধানীতেই এমন একটি ঘটনা ঘটল।
Comments