যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন: জেলা আ. লীগ সাধারণ সম্পাদকের জামিন

মানচিত্রে নাটোর
মানচিত্রে নাটোর। স্টার ফাইল ফটো

নাটোরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগে করা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তোজা আলী বাবলুর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার এ আদেশ দেন জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলমের আদালত।

এর আগে এই ঘটনায় ২৪ জুলাই রাতে শরিফুল, মোস্তাক ও মোর্তোজাসহ ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করা হয়।

গত রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের বলারিপাড়া এলাকায় পৌরসভার ৩ নম্বর যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুনকে কুপিয়ে হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ ওঠে প্রতিপক্ষের আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় মিঠুনের ভাই স্বপ্নসহ আরও ৫ জন আহত হয়। গুরুতর আহত মিঠুনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

মামলায় হত্যাচেষ্টার অভিযোগ তুলে বলা হয়েছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ও যুগ্ম সম্পাদক মোর্তোজা উপস্থিত থেকে নির্দেশ দিয়ে মিঠুনের ওপর হামলা করিয়েছেন।

Comments

The Daily Star  | English

Chinmoy Das granted HC bail

The bench of Justice Md Atoar Rahman and Justice Md Ali Reza passed the order

17m ago